সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

সৌদি পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৪ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৪ জন হজযাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭১ হাজার ২৩৯ জন রয়েছেন।

শুক্রবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ ফ্লাইটের তথ্য দিয়েছে এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হজযাত্রী পরিবহনে মোট ১৯৭টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে—

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০১টি ফ্লাইটে ৩৮,৯৯৭ জন,

সৌদি এয়ারলাইন্সের ৭২টি ফ্লাইটে ২৭,৫২৯ জন এবং

ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৪টি ফ্লাইটে ৯,৭৯৮ জন সৌদিতে পৌঁছান।

হজের জন্য বাংলাদেশ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ২৯ এপ্রিল, সেদিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। হজ ফ্লাইট ৩১ মে পর্যন্ত চলবে, আর ফিরতি ফ্লাইট ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে।

এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১২ বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে ১১ জন পুরুষ ও ১ জন নারী। মক্কায় মারা গেছেন ৬ জন এবং মদিনায়ও মারা গেছেন ৬ জন। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে ২৭ মে, নিহত শাহাদাত হোসেনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজে যাওয়ার কথা রয়েছে। মোট হজ এজেন্সি রয়েছে ৭০টি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ