সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

কুরবানির আগে নিয়ত ঠিক করা চাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুরবানির মৌসুম ঘনিয়ে এসেছে। এ সময় সামর্থ্যবানরা কুরবানির প্রস্তুতি নেন। তবে কুরবানির আগে প্রথমে নিয়ত ও উদ্দেশ্য যাচাই করতে হবে, বিশুদ্ধ করতে হবে। লৌকিকতা বা গোশত খাওয়ার নিয়ত থাকলে কুরবানি কবুল হবে না। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘এসব পশুর রক্ত, গোশত আল্লাহর কাছে কিছুই পৌঁছে না, বরং তোমাদের পক্ষ থেকে তাকওয়াই তাঁর কাছে পৌঁছে’ (সুরা হজ : ৩৭)।

কেবল কুরবানি নয়, যেকোনো আমলের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর। নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হয় না। হাদিসে পরিষ্কার ভাষায় বিবৃত হয়েছে, রাসুল (সা.) বলেন, ‘আমলের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর। সুতরাং যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করবে সে তা পেয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলকে পাওয়ার জন্য হিজরত করবে সে-ও তাদের পেয়ে যাবে’ (বুখারি : ৩৮৯৮)।

মানুষের সবকিছু হতে হবে শুধু রবের সন্তুষ্টির জন্য। কুরআনে বর্ণিত হয়েছে, ‘নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ- সবই সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত।’ (সুরা আনআম : ১৬২)

কুরবানি ইবরাহিম (আ.)-এর সুন্নত। এর প্রতিটি পশমের বিনিময়ে একেকটি নেকি দেওয়া হবে। হজরত জায়েদ বিন আরকাম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবিরা রাসুলুল্লাহ (সা.)-কে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল! এ কুরবানি কী? উত্তরে তিনি বললেন, এটি তোমাদের আদি পিতা হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নত। তারা পুনরায় প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল! এতে আমাদের জন্য কী প্রতিদান রয়েছে? উত্তরে তিনি বললেন, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। তারা আবারও প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল! ভেড়ার পশমের কী বিধান? তিনি বললেন, ভেড়ার প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি দেওয়া হবে। (ইবনে মাজাহ : ৩১২৭)

সামর্থ্যবান কোনো মানুষের কুরবানি থেকে বিরত উচিত নয়। আল্লাহ সবার সৃষ্টিকর্তা। মানুষ ও পশু দুটিই আল্লাহর সৃষ্টি। আল্লাহর হুকুমে, আল্লাহর নামে মানুষ পশু কুরবানি করবে- এতেই আল্লাহর সন্তুষ্টি ও মানুষের সার্থকতা। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে মানুষের সব নেক আমলের মধ্যে সর্বাধিক প্রিয় হলো কুরবানি করা। কেয়ামতের ময়দানে জবেহকৃত জন্তু তার শিং, পশম, খুরসহ এসে হাজির হবে। নিশ্চয়ই কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে তা কবুল হয়ে যায়। অতএব তোমরা খুশি মনে আনন্দচিত্তে কুরবানি করো।’ (ইবনে মাজাহ : ৩১২৬)

কুরবানি করলে অতীতের সগিরা গুনাহ মাফ হয়। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) হজরত ফাতেমা (রা.)-কে বলেন, তুমি তোমার কুরবানির জন্তু জবাইয়ের স্থানে উপস্থিত থাকো। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তোমার অতীতের সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। হজরত ফাতেমা (রা.) বলেন, হে আল্লাহর রাসুল! এই গুনাহ ক্ষমা হওয়ার বিষয়টি আমাদের জন্য নির্ধারিত, নাকি সব মুসলমানের জন্য? নবীজি (সা.) বললেন, আমাদের ও সব মুসলমানের গুনাহ ক্ষমা করা হবে (মুস্তাদরাক হাকিম : ৭৫২৪)।

আল্লাহ সবাইকে বোঝার ও আমল করার তওফিক দিন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ