সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজ পড়াবেন ড. মাহের আল-মুয়াইকিলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মসজিদুল হারামে পবিত্র ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বিশ্বখ্যাত কারি শায়েখ ড. মাহের আল-মুয়াইকিলি। তাকে মসজিদুল হারামের ঈদুল আজহার ইমাম হিসেবে নিয়োগের এ তথ্য নিশ্চিত করেছে দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।

এর আগে গত বছর হজের খুতবা প্রদান করেছিলেন তিনি। শায়েখ মাহের আল-মুয়াইকিলি দীর্ঘ ১৮ বছর ধরে মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. শায়েখ মাহের আল মুয়াইকিলি জানুয়ারি ১৯৬৯ সালে পবিত্র মদিনায় জন্ম গ্রহণ করেন। তিনি উম্মুল কোরা ও কিং সাউদ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেন। তিনি মদিনার টিচার্স ট্রেনিং কলেজ থেকে স্নাতক হন যেখানে তিনি গণিত অধ্যয়ন করেন এবং মক্কা মোকাররমায় শিক্ষক হিসেবে কাজ করতে যান। 

এরপর ড. মাহের মক্কার প্রিন্স আব্দুল মজিদ স্কুলে ছাত্র গাইড নিযুক্ত হন । তিনি ২০০৪ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ব্যাখ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 

ড. মাহের উম্মুল কুরা ইউনিভার্সিটির কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজ অ্যান্ড রেগুলেশনের জুডিশিয়াল স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন এবং গ্র্যাজুয়েট স্টাডিজ এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ভাইস ডিনের পদে অধিষ্ঠিত হন।
 
ড. মাহের মক্কা মোকাররমায় আল-আওয়ালি জেলার আল-সাদি মসজিদে খতিবের দায়িত্ব পালন করেন। 

তিনি ১৪২৬ এবং ১৪২৭ হিজরিতে পবিত্র রমজান মাসে মসজিদে নববীতে ইমাম হিসেবে নিযুক্ত হন। ১৪২৮ হিজরিতে রমজান মাসে পবিত্র মক্কার মসজিদুল হারামে তারাবি এবং তাহাজ্জুদ নামাজের ইমাম হিসেবে নিয়োগ পান। এরপর থেকে তিনি মসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ