সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

মক্কায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন, হজের আনুষ্ঠানিকতা শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের মক্কায় চলছে পবিত্র হজের শেষ মুহুর্তের প্রস্তুতি। বুধবার (৪ জুন) শুরু হতে যাওয়া হজের আনুষ্ঠানিকতাকে সামনে রেখে নিরাপত্তা, চিকিৎসা সেবা, সড়ক শৃংখলা- সব দিক দিয়েই প্রস্তুতি সম্পন্ন। 

সৌদি আরব জানিয়েছে, এরই মধ্যে বিশ্বের ৭১টি দেশ থেকে ৩৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা উপস্থিত হয়েছেন। তাদেরকে সাত দিনে উন্নতমানের মেট্রো সার্ভিস দেয়ার জন্য একটি বিশেষ ট্রেন ৪৯০০ বার আসা-যাওয়া করবে। সড়ক নিরাপত্তায় ৭৪০০ কিলোমিটার রাস্তাকে স্ক্যান করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হচ্ছে। 

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, আল মাশায়ের আল মুগাদ্দাসা মেট্রো লাইনে ওই বিশেষ ট্রেনটি চলাচল করবে সাতদিন। এ সময় প্রায় ২০ লাখ হজযাত্রীকে সেবা দেবে তারা। ইংরেজিতে এই ট্রেনটি পরিচিত ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামে। এটি মক্কার রেল ব্যবস্থায় উচ্চ সক্ষমতা সম্পন্ন একটি ট্রেন। বছরে হজের সময় মাত্র সাতদিন এই ট্রেনটি শাটল সার্ভিস দেয়। তারা হজযাত্রীদের বিভিন্ন পবিত্র স্থাপনায় আনা-নেয়া করে। 

পরিবহন ও লজিস্টিক সার্ভিসেসের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ বলেছেন বিমান, স্থল, সমুদ্র ও লজিস্টিকসসহ সফরের সব সেক্টরে বার্ষিক হজযাত্রার বিস্তৃত প্রস্তুতি নেয়া হয়েছে। 

তিনি বলেন, গত বছরের তুলনায় হারামাইন হাই স্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা শতকরা ৭৫ ভাগ বাড়ানো হয়েছে। উপরন্তু কমপক্ষে ২৫ হাজার বাস হজযাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক সফরকে নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে। তবে এক্ষেত্রেও ইন্সপেকশন প্রক্রিয়া আছে। পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ ড্রোনসহ সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অনেক যানবাহনে এআই ব্যবহার করে সড়ক স্ক্যান করার ব্যবস্থা রাখা হয়েছে। 

হজ বিষয়ক যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মুখপাত্র সা’দ আল শানবারি বলেছেন মক্কা, মদিনা এবং পবিত্র স্থাপনাগুলোতে ফোরজি এবং ফাইভ জি কভারেজ বাড়ানো হয়েছে শতকরা ৯৯ ভাগ। ইন্টারনেটের গতিও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে। হজযাত্রীদের জন্য কমপক্ষে ১০ হাজার ৫০০ স্থানে ওয়াইফাই পয়েন্ট বসানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ