সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

প্রস্তুত মিনা, কয়েক ঘণ্টা পর শুরু হবে হজের আনুষ্ঠানিকতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেষ হতে চলেছে হাজিদের অপেক্ষার পালা। কয়েক ঘণ্টার ব্যবধানে শুরু হতে চলেছে চলতি হজ মৌসুমের আনুষ্ঠানিকতা। হাজিদের বরণ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত তাঁবুর শহর খ্যাত মিনা প্রান্তর। 

বুধবার (৮ জিলহজ, ৪ জুন) সকাল থেকে এই তাঁবুর শহরে সমবেত হবেন ১৫ লাখেরও বেশি হাজি। এদিন থেকে শুরু হবে ‘ইয়াওমুত তারবিইয়াহ’ বা হজের আনুষ্ঠানিকতা। 

পরদিন বৃহস্পতিবার (৯ জিলহজ, ৫ জুন) সুবহে সাদিকের সময় আরাফার ময়দানের উদ্দেশে রওনা হবেন হাজিরা। এখানে তারা হজের মূল ফরজ ‘ওকুফে আরাফা’ বা আরাফায় অবস্থান পালন করবেন।

সৌদি প্রেস এজেন্সির সম্প্রচারিত আকাশপথের ছবিতে দেখা গেছে, রাতের অন্ধকারে মিনার আকাশ আলোয় ঝলমল করছে, যেখানে উন্নত প্রযুক্তি-সম্পন্ন তাঁবুগুলো সারিবদ্ধভাবে হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত।

তাঁবুর শহরের বিস্তৃত সড়ক হাজিদের বহনকারী বাস ও গাড়ি চলাচলের জন্য তৈরি রাখা হয়েছে।

মিনা মক্কার মসজিদুল হারাম থেকে পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি ছোট উপত্যকা, এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এই উপত্যকা হজের সময় হাজিদের থাকার জন্য তৈরি করা শ্বেতবর্ণের হাজারো তাঁবুতে পরিপূর্ণ হয়ে থাকে। এই তাঁবুগুলো অগ্নিনির্বাপণযোগ্য এবং হাজিদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সুবিধাসম্পন্ন।

মিনার তাঁবুগুলো প্রায় ২৬ লাখ হাজিকে একসঙ্গে আশ্রয় দেওয়ার সক্ষমতা রাখে। মিনার অবকাঠামো আধুনিক প্রকৌশল ও ব্যবস্থাপনার এক বিস্ময়, এখানে আগত বিপুল সংখ্যক হাজিরা নির্বিঘ্নে চলাচল ও অবস্থানের সুযোগ পান। এখানে রয়েছে বিস্তৃত সড়কপথ, সেতু ও সুড়ঙ্গের নেটওয়ার্ক। এর ফলে হজের গুরুত্বপূর্ণ তিনটি স্থান মিনা, আরাফা ও মুযদালিফার হাজিদের চলাচল সহজ হয়েছে।

সূত্র : সৌদি গেজেট

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ