সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

প্রবাসীরা কোরবানি কখন করবেন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রবাসী ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে। প্রবাসী ব্যক্তি যে দেশে আছেন সেই দেশেই কোরবানি করতে পারবেন। আর যদি তিনি নিজ দেশে আত্মীয়দের মাধ্যমে কোরবানি করতে চান তাহলে তার কোরবানি আদায়ের জন্য সময়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। 

তিনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশের সময়ের প্রতি লক্ষ্য রেখে তার নিজের দেশে কোরবানি করতে হবে। কারণ কোরবানিদাতা যেই দেশে অবস্থান করছেন সেই দেশের সময় অনুযায়ী জিলহজের ১০ তারিখ সুবহে সাদিকের পর তার ওপর কোরবানি ওয়াজিব হবে। 

তাই যেসব দেশ সময়ের দিক থেকে বাংলাদেশের পেছনে, সেসব দেশের প্রবাসীর কোরবানির পশু কোরবানি করার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে, তার দেশের সময় অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ সুবহে সাদিক অতিবাহিত হয়েছে। এটাই উত্তম পদ্ধতি। (বাদায়েউস সানায়ে : ৬/২৮৫, কিফায়াতুল মুফতি : ৮/১৮৬)

কেউ যদি কোনো কারণে জিলহজের ১০ তারিখে কোরবানি করতে না পারেন। তাহলে তিনি পরবর্তী দুই দিন অর্থাৎ, ১১ ও ১২ জিলহজেও কোরবানি করতে পারবেন। কারণ, ঈদুল আজহা মোট তিন দিন। সে হিসেবে কোরবানিও তিন দিন করা যায়। জিলহজে মাসের ১০, ১১ ও ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানির সময়। তবে সম্ভব হলে জিলহজের ১০ তারিখেই (বা প্রথম দিনে) কোরবানি করা উত্তম।

যেসব এলাকার লোকদের ওপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়। অবশ্য বৃষ্টিবাদল বা অন্য কোনো অপারগতার কারণে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেও কোরবানি করা জায়েজ। (বুখারি : ২/৮৩২; ফাতাওয়া কাজিখান : ৩/৩৪৪; আদ্দুররুল মুখতার : ৬/৩১৮)

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ