সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করল সৌদি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ ব্যবস্থাপনায় কিছু নতুন নিয়ম ও পরিবর্তন যুক্ত করে ২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নতুন নিয়মে হজযাত্রীদের কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে আবশ্যিকভাবে জমা দিতে হবে। পাশাপাশি, হজযাত্রীদের খাবারের জন্য সৌদি ক্যাটারিং কোম্পানির সঙ্গে চুক্তি করতে হবে। এছাড়াও হজযাত্রী ব্যবস্থাপনার জন্য তাঁবু, সার্ভিস প্যাকেজ এবং পরিবহন সেবামূল্য প্রদান আবশ্যিক করা হয়েছে।

রোববার (১৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ১৪৪৭ হিজরি সনের ২০২৬ সালের হজের অফিসিয়াল টাইমলাইন বা রোডম্যাপ ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয় ৮ জুন ২০২৫ সালে ২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করবে। এই রোডম্যাপটি হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং হজ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে পাঠানো হয়েছে।

২০২৬ সালের রোডম্যাপ অনুযায়ী, ২৬ জুলাই ২০২৫ থেকে নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে মিনার তথ্য এবং অর্থ স্থানান্তরের সুবিধা চালু হবে। একই সঙ্গে ১ থেকে ২৩ আগস্টের মধ্যে মিনার তাঁবু ও মাশায়েরে মোকা'দ্দাসার প্যাকেজ চুক্তি নিশ্চিত করতে হবে।

রোডম্যাপে বলা হয়েছে যে, ১২ অক্টোবরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।

২০২৬ সালের ৮ ফেব্রুয়ারিতে হজযাত্রীদের ভিসা প্রদান প্রক্রিয়া শুরু হবে এবং ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সর্বোচ্চ ২টি সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে। নুসুক মাসার প্ল্যাটফর্মে ১৫ মহররম ১৪৪৭ হিজরি (১০ জুলাই, ২০২৫) হজ কোটা ঘোষণা করা হবে। হজের সমস্ত চুক্তি এবং সেবা সংক্রান্ত পেমেন্ট নুসুক মাসার প্ল্যাটফর্মে সম্পন্ন করতে হবে, এর বাইরে কোনো পেমেন্ট নিষিদ্ধ এবং তা আইনের দৃষ্টিতে অপরাধ বলে গণ্য হবে।

এছাড়া, মেডিকেল ফিটনেস ছাড়া কোনো হজযাত্রী হজে গমন করতে পারবেন না। বিশেষত, হৃদরোগ, ফুসফুসের রোগ, লিভার সিরোসিস, কিডনি রোগ, নিউরোলজিক্যাল, মানসিক রোগ, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, সংক্রামক যক্ষা, এবং কেমোথেরাপী গ্রহণকারী ক্যান্সার রোগীরা হজের নিবন্ধন করতে পারবেন না।

এ বছর বিশ্বের ১৭১টি দেশের ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন পবিত্র হজ পালন করেছেন, যার মধ্যে ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন ছিলেন বিদেশি। সৌদি আরবের হাজি ছিল ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন, তন্মধ্যে বাংলাদেশের হাজির সংখ্যা ছিল ৮৭ হাজার ১৫৭।

সৌদি আরব ২০২৫ সালের হজের আগে ভিসা সহজীকরণ, সামাজিক ও স্বেচ্ছাসেবক পরিষেবা বৃদ্ধি, স্বাস্থ্য ও রসদ সরবরাহ এবং হজযাত্রীদের সহায়তার ক্ষেত্রে আরও বৃহৎ পদক্ষেপ নিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ