সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

কাপড় পরার সময় যে দোয়াটি পড়তেন রাসূল (সা.)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামে জীবনের প্রতিটি কাজের শুরুতে আল্লাহর স্মরণ এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা দেওয়া হয়েছে। এমনকি জামা-কাপড় পরার সময়ও রয়েছে বিশেষ দোয়া, যা একজন মুমিনের দৈনন্দিন জীবনে শালীনতা, কৃতজ্ঞতা এবং সৌন্দর্যবোধ জাগ্রত করে।

হাদিসে এসেছে, পোশাক পরার সময় রাসূলুল্লাহ (সা.) এই দোয়া পড়তেন:

أُلْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এমন পোশাক পরিধান করিয়েছেন, যার মাধ্যমে আমি আমার লজ্জাস্থান ঢেকে রাখি এবং যার মাধ্যমে আমি আমার জীবনে সৌন্দর্য লাভ করি।

(তিরমিজি: হাদিস নম্বর ৩৫৬০)

ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন, এই দোয়া শুধু পোশাক পরার সময় নয়, বরং একজন মুসলিমের চিন্তা-চেতনায় নম্রতা, কৃতজ্ঞতা এবং পরিশীলিত আচরণের পরিচায়ক। এর মাধ্যমে পোশাক শুধু বাহ্যিক আচ্ছাদন নয়, বরং আল্লাহর দেয়া এক নিয়ামত হিসেবে বিবেচিত হয়।

ইসলামী জীবনব্যবস্থায় জামা-কাপড়কে শুধুই ফ্যাশন বা বিলাসিতা নয়, বরং শালীনতা, ইজ্জত ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়। তাই নতুন জামা বা পুরনো জামা যাই হোক না কেন, দোয়ার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা গুরুত্বপূর্ণ।

ইসলামী চিন্তাবিদরা আরও বলেন, ছোট ছোট এ দোয়াগুলো পরিবারে ও শিশুদের মধ্যে শিক্ষা দেওয়া উচিত। এতে করে প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধ ও শিষ্টাচার সহজে গড়ে উঠবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ