সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

মসজিদে প্রবেশ করার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতের স্থান হলো মসজিদ। এখানে মুসলমানরা নামাজ আদায় করেন, ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মনোনিবেশ করেন। মসজিদে প্রবেশের সময় বিশেষ একটি দোয়া পাঠ করা সুন্নত, যা আমাদের জন্য কল্যাণের দরজা খুলে দেয় এবং আল্লাহর রহমত লাভের সুযোগ সৃষ্টি করে।

দোয়া:

اللَّهمَّ افتَحْ لِيْ أبوابَ رَحْمَتِك

উচ্চারণ: আল্লাহুম্মাফ্‌তাহ্‌ লি আবওয়াবা রাহমাতিক। অর্থ: হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। হাদিস সূত্র: আবু দাউদ, হাদিস নম্বর: ৪৬৬।

এই দোয়ার মাধ্যমে একজন মুসলমান আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ার জন্য প্রার্থনা করেন। মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং এটি হলো রহমতের কেন্দ্র। এখানে ইবাদতের মাধ্যমে মনের প্রশান্তি, আত্মশুদ্ধি ও আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের সুযোগ মেলে। মসজিদে প্রবেশের সময় এই দোয়া পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে দয়া ও রহমতের দ্বার উন্মুক্ত হয়, যা আমাদের ইবাদত ও জীবনকে বরকতময় করে তোলে।

মসজিদের আদব বা শিষ্টাচারের মধ্যে অন্যতম হলো, সেখানে প্রবেশের সময় দোয়া পাঠ করা। এটি শুধু মুখের কথা নয়, বরং অন্তরের গভীর আকুতি, যাতে আল্লাহর করুণায় আমরা ধন্য হতে পারি। বিশেষ করে আজকের সময়ের অস্থিরতা ও পাপাচারের যুগে মসজিদে প্রবেশের এই দোয়া আমাদের আল্লাহর নৈকট্যে নিয়ে যেতে পারে।

একজন সচেতন মুসলমান হিসেবে আমাদের উচিত, মসজিদে প্রবেশের সময় এই দোয়াটি পাঠ করার অভ্যাস গড়ে তোলা। এতে করে আমরা আল্লাহর রহমতের ছায়ায় আশ্রিত হতে পারব এবং আমাদের ইবাদত আরও গ্রহণযোগ্য ও পূর্ণতা লাভ করবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ