বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


আঠার হাজার ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাসউদুল কাদির ||

আঠার হাজার মাখলুক আছি
কয়টা চোখে পড়ে?
সাগর নদি মাছে ভরা
কিছু থাকে মরে।

মরার খবর কে রাখে আর
জীবন সাদা পাথর
কথার জোরে খই ফোটে গো
গায়ে মেখে আতর।

খ্যাতিমানের গলার কাঁটা
সরাতে চান কেন?
নিজকে বাঁচান -ভাল হবে
সত্যিকথা মেন।

আমরা মানুষ বলব কথা
একটু হিসাব ছাড়া!
আঠার হাজার ফোন এলে কেন্
ফেসবুকে দেন নাড়া।?

কেএল/


সম্পর্কিত খবর