মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
এবি পার্টিতে যোগ দেওয়ায় জামায়াত নেতাকে বহিষ্কার বাংলাদেশকে সমর্থন দেওয়ার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মৌলভীবাজার-০৪ আসনের জমিয়তের প্রার্থী শেখ নূরে আলম হামিদী খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মার্চ ২০২৪ খ্রি. বৃহস্পতিবার দুপুর দুইটায় আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্বে বিভিন্ন আঙ্গিকে কবিতার উপর আলোকপাত করেন ডা. শাফায়েতুল ইসলাম হিরো, মাওলানা ইমদাদুল হক ও মাওলানা হোসাইন আহমাদ।

আসরে স্বরচিত কবিতা পাঠ করেন শেখ শাফায়েত, বদিউজ্জামান বাদল, আল মাহমুদ প্রান্ত, আল আমিন ইসলাম সাগর, হোসাইন আহমাদ, আবু সোয়াইব শিমুল ও নাদিউজ্জামান রিজভী। বাঙালি খ্যাতিমান কবিদের কবিতা পাঠ করেন সোহেল রানা, ইমদাদুল হক, শারজিল হাসান, বেলায়েত হোসেন বিপু। ইংরেজি কবিতা পাঠ করেন সাব্বির আহমেদ ও নাদিউজ্জামান খান এবং আরবি কবিতা পাঠ করেন হোসাইন আহমাদ।

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে নিমগ্ন পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন আফনাব আহমেদ নাহিয়ান,  আবু সাঈদ ও ইসমাঈল হোসেন শিপন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিলো, দিবসটি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ