মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
মৌলভীবাজার-০৪ আসনের জমিয়তের প্রার্থী শেখ নূরে আলম হামিদী খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজ উপজেলা প্রেসক্লাবে সংবর্ধিত সাংবাদিক আমিন ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নেক্সাস টেলিভিশনের উপস্থাপক এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক আমিন ইকবাল

নিজ উপজেলা প্রেসক্লাবে সংবর্ধিত হলেন নেক্সাস টেলিভিশনের উপস্থাপক এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক আমিন ইকবাল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের লাখাই উপজেলা প্রেসক্লাব আয়োজনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এ সংবর্ধনা প্রদান করা হয় আমিন ইকবালকে। এসময় একই উপজেলার বাসিন্দা জাতীয় দৈনিক খোলা কাগজের সহ-সম্পাদক শিপার মাহমুদ (জুম্মান)কেও সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা প্রেসক্লাবে সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন —সংগঠনটি সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মহসিন সাদেক, সহ-সভাপতি সেলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমাদ (বিজয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন তালুকদার, নির্বাহী সদস্য জিহাদ হোসেন খোকন, আব্দুল হান্নান, এসএম যুবায়ের ও সজল গোপ প্রমুখ।

আলোচনা শেষে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা সংবর্ধিত ২ সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ