মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
মৌলভীবাজার-০৪ আসনের জমিয়তের প্রার্থী শেখ নূরে আলম হামিদী খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ইসলামী বইমেলায় হাবীবুল্লাহ সিরাজ-এর দুই বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরাফাত নুর:

প্রতি বছর রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজন করে  ‘ইসলামি বইমেলা’। এবার কিছুটা দেরিতে হলেও অবশেষে শুরু হচ্ছে ধর্মীয় লেখক-পাঠকের মেলবন্ধন এই ইসলামি  বইমেলা।

বরাবরই ইসলামি বইমেলা নিয়ে লেখক-পাঠক থেকে শুরু করে মাদরাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া থাকে অনেক। তারা সত্য ও সুন্দর জানতে চান। সহজ ভাষায় বুঝতে চান। পড়তে চান। আর সে সব বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই এবারের ইসলামী বইমেলায় আসছে হাবীবুল্লাহ সিরাজের লেখা দুটি বই। হসন্ত প্রকাশন থেকে ‘চরিত্রের তরজমা’ এবং মাকতাবায়ে ত্বহা থেকে ‘হারিয়ে যাওয়া তারকারাজি, নামের দুটি বই। মেলার প্রথম সপ্তাহ থেকেই উল্লিখিত স্টল দুটিতে বই দুটি পাওয়া যাবে।

‘চরিত্রের তরজমা’ বইটি লেখা হয়েছে মানুষের অনুপম চরিত্র সম্পর্কে। সাবলীলভাবে সরল বয়ানে উঠে এসেছে চরিত্রে  উপাদানগুলো। যথা- সুন্দরভাবে কথা বলা, গালি নাদেওয়া, দান করা, দুঃখিত হওয়া, অন্যকে আনন্দ দেওয়া, হিতৈষী হওয়া, সবর, সততা, স্পষ্টভাষী, শান্তভাব, লজ্জাশীলতা, বীরত্ব, বিনয়ী, ধীরস্থিরতা, দৃঢ়তাসহ জীবন চলার পথের এমন শতো চরিত্র  লেখক কুরআন হাদিসের আলোকে মলাটবদ্ধ করেছেন।

‘হারিয়ে যাওয়া তারকারাজি'তে লেখক আমাদের সদ্য বিদায়ী মনীষীদের জীবন কথন নিয়ে আলোচনা করেছেন। লেখায় তুলে ধরা হয়েছে তাদের রেখে যাওয়া আদর্শ বীরত্ব ও নসিহতগুলো, যা আমাদের জীবন চলার পাথেয়। 

২২ অক্টোবর থেকে শুরু হওয়া মেলায় এ দুটো বইয়ের পাশাপাশি লেখকের অন্যান্য বই ও পাওয়া যাবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ