মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশকে সমর্থন দেওয়ার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মৌলভীবাজার-০৪ আসনের জমিয়তের প্রার্থী শেখ নূরে আলম হামিদী খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক

সৃজনঘরের নতুন কমিটি গঠন; সভাপতি হামমাদ, সম্পাদক ইবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহত্তর সিলেটের মননশীল তরুণদের সংগঠন শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের সাহিত্য আসর মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামি তাহজিব ও তামাদ্দুন বিষয়ক এ সংগঠনটির পঞ্চমূলনীতির চূড়ান্ত অনুমোদনসহ নতুন আঙ্গিকে সাজানো হয় সংগঠনের যাবতীয় কার্যক্রমকে। গঠিত হয় ২০২৫-২৬ সেশনের নতুন পরিচালনা কমিটি।

উপস্থিত সদস্যদের মতামত ও অ্যাক্টিভিটি বিবেচনায় রেখে এ কমিটি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।

এতে সভাপতি মনোনীত হয়েছেন বিগত সেশনের সম্পাদক হামমাদ রাগিব, সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিগত সেশনের যুগ্ম-সম্পাদক ইবাদ বিন সিদ্দিক।

এছাড়া নবগঠিত নির্বাহী পরিষদের অন্যান্য দায়িত্বশীলরা হলেন, যুগ্ম-সম্পাদক হাম্মাদ তাহমীম, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রাফে, সাহিত্য সম্পাদক মামুন আবদুল্লাহ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ এনাম, প্রচার সম্পাদক মুসতাকিম আল মুনতাজ, সমাজকল্যাণ সম্পাদক সাকলাইন শাফি, অফিস সম্পাদক লাবিব শাহেল, নির্বাহী সদস্য নূহ বিন হোসাইন, হিফজুর রহমান হাম্মাদ, আবদুস সামাদ, সাজিদুর রহমান, জাহাঙ্গীর রায়হান। 

সাধারণ সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা শাহ মমশাদ আহমাদ, মুফতি জিয়াউর রহমান, পৃষ্ঠপোষক পরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম জাকারিয়া, স্থায়ী কমিটির সদস্য মাওলানা আহমাদ কবির খলিল, মাওলানা ইনাম বিন সিদ্দিক, নবগঠিত সভাপতি হামমাদ রাগিব, সম্পাদক ইবাদ বিন সিদ্দিক, যুগ্ম সম্পাদক হাম্মাদ তাহমীম, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রাফে, সাহিত্য সম্পাদক মামুন আবদুল্লাহ, প্রচার সম্পাদক মুসতাকিম আল মুনতাজ, সমাজকল্যাণ সম্পাদক সাকলাইন শাফি, অফিস সম্পাদক লাবিব শাহেল, নির্বাহী সদস্য নূহ বিন হোসাইন, হিফুজুর রহমান হাম্মাদ, আবদুস সামাদ, জাহাঙ্গীর রায়হান, সহযোগী সদস্য যাকওয়ানুল হক চৌধুরী, আবু সুফিয়ান নাসিম, লাবীব হুমায়দী প্রমুখ।

উল্লেখ্য, শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর বিগত ২০১৪ সাল থেকে সিলেটের মননশীল তরুণদের মধ্যে ইসলামের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে সচেতনতা তৈরি এবং এর চর্চাকে ব্যাপক করার লক্ষ্যে বিশেষায়িত কাজ ও উদ্যোগ গ্রহণে তৎপর থাকার চেষ্টা করে আসছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ