মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশকে সমর্থন দেওয়ার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মৌলভীবাজার-০৪ আসনের জমিয়তের প্রার্থী শেখ নূরে আলম হামিদী খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক

‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ বইয়ের পাঠ উন্মোচন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কবি মোহাম্মদ কুতুবউদ্দিন এর ‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ বইয়ের পাঠ উন্মোচন ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী শনিবার ঢাকাস্থ ফেনী সমিতি অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

পাঠোন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি জাকির আবু জাফর। সভাপতি ছিলেন কবি আরিফ মঈনুদ্দিন ।

পাঠ উন্মোচন ও পর্যালোচনার উদ্বোধন করেন কবিতার বরপুত্র কবি শাহীন রেজা। প্রধান আলোচক ছিলেন কবি খুরশিদ আলম সাগর।

বিশেষ অতিথি ছিলেন কবি এ বি এম সোহেল রশিদ, কবি আসাদ কাজল, সম্পাদক ও লেখক প্রিন্সিপাল এম এ হোসেন, বিশিষ্ট সংগঠক  ও ব্যাংকার মঞ্জুরুল আলম টিপু।

এছাড়া বক্তব্য রেখেছেন ডক্টর আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক তাজুল ইসলাম লিটন, আমিনুল ইসলাম, ঢাকাস্থ দাগনভূঞা ব্যন্ড ডোনেশানের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন লেখক ও সংগঠক নূর শাহ মোহাম্মদ আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বইয়ের নামকরণের স্বার্থকতা ও উদ্দেশ্য নিয়ে বিশদ আলোচনা করেন। তারা কবি মোহাম্মমদ কুতুবউদ্দিন তার লেখনিতে সমাজ, রাষ্ট্র এবং মানব জীবনের কল্যানের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। তার লেখনিতে মানুষের জন্য শান্তির বার্তা রয়েছে। 

উলে্লখ্য, কবি মোহাম্মদ কুতুবউদ্দিনের ‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ ছাড়াও আরো কয়েকটি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো ‘জাগো হে মুমিন’, ‘খুকুমনির বায়না’। বইগুলো প্রকাশিত হয়েছে সাহিত্যদেশ প্রকাশনা থেকে।

কবি মোহাম্মদ কুতুবউদ্দিনের ‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ সহ অন্যান্য বই এবারের বইমেলায় সাহিত্যদেশ স্টলে পাওয়া যাবে। সাহিত্যদেশের স্টল নম্বর ৫৯৪-৫৯৫।

এমএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ