মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশকে সমর্থন দেওয়ার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মৌলভীবাজার-০৪ আসনের জমিয়তের প্রার্থী শেখ নূরে আলম হামিদী খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক

মাসউদুল কাদিরের সাহাবা গল্প সিরিজের চতুর্থ বই ‘মাবরুক সাহাবা’ বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুল কাদিরের ছোটদের সাহাবা গল্প সিরিজের চতুর্থ বই ‘মাবরুক সাহাবা’ প্রকাশিত হয়েছে।বইটি এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ হয়েছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে।

প্রকাশনা সংস্থাটির সত্ত্বাধিকারী মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই মাবরুক সাহাবা। শিশুদের বই। মনে নাড়া দেয়ার মতো সাহাবা গল্প দিয়ে বইটি তৈরী করেছেন শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী মাসউদুল কাদির। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাহাবাদের গল্পগুলোই এতে স্থান পেয়েছে। শিশুমনে আনন্দ দেওয়ার মতো গল্প। নবীজীর হাদিস ও সাহাবাজীবনের অনুষঙ্গ নিয়ে দারুণ মুন্সিয়ানার সঙ্গে গল্প গেঁথেছেন তিনি।

ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই 'মাবরুক সাহাবা' বইয়ে নবীসঙ্গীদের ত্যাগ ও ইসলামের জন্য তাদের সাধনার কাহিনী চমৎকার চিত্রায়নও করেছেন লেখক। প্রায় দুই যুগ ধরে শিশুসাহিত্য নিয়ে কাজের অভিজ্ঞতার ঝলক আছে বইটিতে। তিনি নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন। বাজারে শিশুসাহিত্যের বিরাট ঘাটতি কিছুটা হলেও ছোটদের সাহাবা সিরিজ মেটাবে। আমি বইটির উত্তরোত্তর সমৃদ্ধি ও বহুল প্রচার কামনা করছি। বইটি পাওয়া যাবে একুশে বইমেলার বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের ৫০৭ নং স্টলে। এছাড়াও রকমারিসহ সব অনলাইন  শপ থেকেও বইটি সংগ্রহ করা যাবে। 

মাবরুক সাহাবা

মাসউদুল কাদির

ধরন : সাহাবা গল্প (ছোটদের সাহাবা সিরিজ-৪)
প্রচ্ছদ : রাদিবিল্লাহ
নাম লিপি : ইলিয়াস হোসাইন
পৃষ্ঠা : ৯৬
কাগজ : অফসেট
মুদ্রিত মূল্য : ২০০ টাকা
বই সংগ্রহ করতে যোগাযোগ করুন-০১৯৭৭৭৭৩৭৩৫, ০১৯১৩০৫৩৩৭৪ (হোয়াটসঅ্যাপ)
প্রকাশক : মুহাম্মদ সাইফুল ইসলাম
প্রকাশনা সংস্থা : বিশ্বকল্যাণ পাবলিকেশন্স
অনলাইন শপ : রকমারি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ