মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশকে সমর্থন দেওয়ার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মৌলভীবাজার-০৪ আসনের জমিয়তের প্রার্থী শেখ নূরে আলম হামিদী খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক

আরবি ম্যাগাজিন ‘আল-ইবদা’র ঈদ সংখ্যা বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বর্ণাঢ্য ঈদ সংখ্যা প্রকাশ করেছে আরবি ভাষা-সাহিত্যের ম্যাগাজিন 'আল-ইবদা'। দেশে প্রথমবারের মতো প্রকাশিত এই আরবি ঈদ সংখ্যাটি ইতোমধ্যে আরবি ভাষাশিক্ষার্থী ও সাহিত্যের পাঠকদের নজর কেড়েছে।

ব্যতিক্রমী আয়োজনের এই ঈদ সংখ্যায় স্থান পেয়েছে মনীষী-আলোচনা, সাক্ষাৎকার, প্রবন্ধ, গল্প, বুক-রিভিউ, স্মৃতিকথা ও নানা বিষয়ে মুক্তগদ্য। এছাড়াও রয়েছে খোলা জানালা, হৃদয় থেকে হৃদয়ে, সাহসই সোপান, সবুজ দিগন্ত ও সাহিত্যের আসর বিভাগে বিভিন্ন স্বাদের রচনা।

আল-ইবদার সম্পাদক শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের দেশে বাংলায় ঈদ সংখ্যা প্রকাশের সংস্কৃতি পুরোনো। সে তুলনায় আরবি ভাষা-সাহিত্যের পাঠকদের জন্য তেমন কোনো আয়োজন দেখা যায় না। তাই আমরা এই ব্যতিক্রমী ঈদ সংখ্যাটি প্রকাশের উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘একটি আদর্শ ঈদ সংখ্যার জন্য ন্যূনতম যেসব উপাদান প্রয়োজন, আমরা তার সবই এখানে রাখতে চেষ্টা করেছি এবং প্রচ্ছদ ও অঙ্গসজ্জাকে নান্দনিক এবং রচনাগুলোকে সুখপাঠ্য করার চেষ্টা করেছি। আশা করি, এটি আমাদের আরবি শিক্ষার্থী ও সাহিত্যের পাঠকদের খোরাক কিছুটা হলেও পূরণ করবে।’

উল্লেখ্য, ইতোমধ্যে আল-ইবদা ম্যাগাজিনের দশটি সংখ্যা প্রকাশিত হয়েছে এবং এক মলাটে দশটির সংকলনও বাজারে পাওয়া যাচ্ছে।

আল-ইবদার প্রকাশক বিশিষ্ট আরবি প্রকাশনা প্রতিষ্ঠান 'দারুল আরাবিয়্যাহ'। উন্নত ঝকঝকে কাগজে ছাপা ৮০ পৃষ্ঠার ঈদসংখ্যাটির মূল্য ধরা হয়েছে ৬০ টাকা। পাওয়া যাবে দারুল আরাবিয়্যাহসহ দেশের উল্লেখযোগ্য আরবি লাইব্রেরিগুলোতে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ