সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

মালদ্বীপে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালদ্বীপের রাজধানী মালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) দিবসটি উপলক্ষে রাজধানী মালের স্টার হোটেলে এ আয়োজন করে মালদ্বীপের বিএনপি শাখা। 

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ। 

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। দলটির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মালদ্বীপ বিএনপি’র সভাপতি তার বক্তব্যে বলেন, গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের তৎপরতা পরিচালনা করছে। দেশের মানুষের গণতন্ত্রের স্বার্থ রক্ষায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। বিএনপি’র  ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জনগণের কল্যাণ সাধিত হবে মনে করেন তিনি। বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় মালদ্বীপ বিএনপি ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপি’র প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন,  সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নেহার মিয়া রানা,  সহ-সভাপতি মো. শাহ আলম,  এমরান হোসেন তালুকদার, মুক্তার হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম, মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক,  মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম,  সহ প্রচার সম্পাদক মো. মনির হোসেন,  সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, যুবদল মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ