সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না

৩ দিনের মধ্যে ঐকমত্যের কার্যক্রম সম্পন্নের আশা: ড. আলী রীয়াজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য প্রক্রিয়া আগামী তিন দিনের মধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত কমিশনের দ্বিতীয় ধাপের ১৯তম দিনের সভায় বক্তব্য রাখেন তিনি।

সভায় ড. রীয়াজ বলেন, “আজ থেকে শুরু করে আগামী তিন দিনের মধ্যে আমরা বহু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবো বলে বিশ্বাস করি। ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল যে আন্তরিক সহযোগিতা করছে, তা এই প্রক্রিয়াকে সফল করবে বলেই আমি মনে করি।”

তিনি জানান, খসড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হচ্ছে না। তবে বড় ধরনের মৌলিক আপত্তি উঠলে তা কমিশনের ফ্লোরে তোলা হবে। আলাদাভাবে দেওয়া মতামতগুলো যাচাই করে চূড়ান্ত সনদে সংযুক্ত করা হবে।

চূড়ান্ত ঐকমত্যের নথিতে থাকবে পটভূমি, প্রক্রিয়ার বিবরণ এবং অংশগ্রহণকারী দলগুলোর অঙ্গীকার। তবে এখনই ঐকমত্য পাওয়া বিষয়গুলোর তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে জানান তিনি।

সভায় নাগরিকদের মৌলিক অধিকার প্রসার সংক্রান্ত প্রস্তাব নিয়েও আলোচনা হয়। ড. রীয়াজ বলেন, “সংবিধানের দ্বিতীয় ও তৃতীয় ভাগে থাকা অধিকারগুলোকে বিল অব রাইটস আকারে উপস্থাপনের প্রস্তাব এসেছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে পদ্ধতিগত ঐকমত্য এখনও হয়নি।”

পুলিশ কমিশন সম্পর্কেও মত দেন ড. রীয়াজ। তিনি বলেন, “প্রথম দফায় আমাদের ১৬৬টি সুপারিশে পুলিশ কমিশন অন্তর্ভুক্ত ছিল না। তবে বিভিন্ন মহল থেকে গুরুত্বের সঙ্গে বিষয়টি সামনে আসায় এখন তা আলোচনায় আনা হয়েছে। গত ১৬ বছরে পুলিশের ভূমিকাই এই দাবিকে যুক্তিসঙ্গত করেছে।”

বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— পুলিশ কমিশন গঠন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও নাগরিক অধিকারের প্রসার।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ