সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না

জাতীয় শিক্ষাক্রম নিয়ে বিশিষ্ট আলেমদের বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

'জাতীয় শিক্ষাক্রমে ইসলামি শিক্ষা বাস্তবায়নে করণীয়’ বিষয়ে সোমবার (২৮ জুলাই) ঢাকার মোহাম্মাদপুরে একটি মিলনায়তনে বিশিষ্ট আলেমদের একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। 

বৈঠকে নির্ধারিত বিষয়ের ওপরে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং নিম্নল্লিখিত বিষয়গুলোর ওপর কর্মপন্থা নির্ধারণের সিদ্ধান্ত হয়।
১. প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণি থেকে কুরআন শিক্ষার আয়োজন।
২. সকল শিক্ষা প্রতিষ্ঠানে নামাজের জন্য স্থান বরাদ্দ ও ধর্মশিক্ষককে ইমাম নিয়োগ।
৩. প্রাইমারি ও হাইস্কুলে জেনারেল ও আলিয়া মাদরাসার পাশাপাশি কওমির দাওরায়ে হাদিসের সনদে শিক্ষক নিয়োগ হওয়ার সুযোগ সৃষ্টি।
৪. জাতীয় শিক্ষক নিয়োগ বোর্ডে ইসলামি দৃষ্টিকোণ বিবেচনার জন‍্য জাতীয় মসজিদের খতিব, ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান, ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ও আল-হাইআতুল উলয়ার চেয়ারম‍্যান/প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।

এই দাবিগুলো পূরণে কর্মকৌশল ঠিক করার ব্যাপারে কেন্দ্রীয় উলামায়ে কেরাম একমত হন। প্রাথমিকভাবে সেমিনারের মাধ্যমে দাবিগুলো উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সভায় সেমিনার বাস্তবায়নে কমিটি করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক, শায়খ আহমাদ উল্লাহ, মুফতী কাজী ইব্রাহীম, মাওলানা হারুন আজীজ নদভী, মুফতী জসীম উদ্দিন রাহমানী, মুফতী মুনির কাসেমী, মুফতী সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা মুসা বিন ইজহার, মুফতী হারুন ইজহার, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আহমদ রফিক, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,মুফতী রেজাউল করিম আবরার, মুফতী আমির হামজা, ইঞ্জিনিয়ার নাহিদ ইসলাম,মাওলানা আবুল হাসানাত জালালাবাদীসহ নেতৃস্থানীয় অনেক উলামায়ে কেরাম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ