বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পূর্ব জেলা শাখার উদ্যোগে শনিবার (২ আগস্ট) দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং পরিচালনা করেন শাখা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক।
প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং শাখার সহসভাপতি মাওলানা আজিমুদ্দীন শাহ জামালী।
এছাড়া হেদায়াতি বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি আব্দুল আলীম, মুফতী বাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম রহমানী, হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ মজলিসে ইহতেসাব ও প্রশ্নোত্তর পর্ব অন্তর্ভুক্ত ছিল, যা অংশগ্রহণকারীদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে।
এমএম/