বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। তোমরাই প্রতিষ্ঠা করবে নিজেদের অধিকার। প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শের সঙ্গে তোমাদের বিচক্ষণতা এবং বুদ্ধিদীপ্ত ভূমিকা মিলিয়েই লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।”
রোববার রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আজকের এই সমাবেশে দলমত নির্বিশেষে আমি আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।”
স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তারেক রহমান বলেন, “দেশ এখন একটি পরিণত পর্যায়ে পৌঁছেছে। জনগণ আর বিভেদ, প্রতিহিংসা ও বিরোধের রাজনীতি চায় না। তাই রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হবে। কথামালার রাজনীতি নয়, মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি শুরু করতে হবে।”
ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়া জরুরি নয়, তবে প্রত্যেক শিক্ষার্থীকে নিজের অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা সবচেয়ে বেশি জরুরি। যোগ্য নেতৃত্ব মানে কেবল রাজনৈতিক পদ বা ভবিষ্যতে এমপি-মন্ত্রী হওয়া নয়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা প্রত্যেক সেক্টরেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন। এই দক্ষ নেতৃত্বই পারে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে।”
তিনি আরও বলেন, “শিক্ষাজীবন শেষে একজন শিক্ষার্থী কীভাবে সহজে কর্মজীবন শুরু করতে পারে, তা নিয়ে চিন্তা করা অত্যন্ত জরুরি। প্রতিটি সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই আগামীর বাংলাদেশকে বদলে দিতে সক্ষম।”
এমএইচ/