রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

হেফাজতে ইসলামের নরসিংদী জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শাইখুল হাদীস আল্লামা বশিরুদ্দীন।

সভায় উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে আল্লামা বশিরুদ্দীনকে প্রধান উপদেষ্টা, হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকারকে সভাপতি, মাওলানা রশীদ আহমাদকে সিনিয়র সহ-সভাপতি এবং মাওলানা ইসমাঈল নূরপুরীকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ ও প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা শওকত হুসাইন সরকার, মাওলানা ইসমাঈল নূরপুরী, মাওলানা আলী আহমাদ আল হুসাইনী, মাওলানা রশীদ আহমাদ, মাওলানা আব্দুন নূর, মাওলানা মকবুল হুসাইন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক।

আমরা অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোড়ালো দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, আগামী ৩ মে রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট সকল মামলা প্রত্যাহার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী খুনী হাসিনা সরকারের বিচারের দাবিতে অনুষ্ঠিতব্য এই মহাসমাবেশ স্বতঃস্ফূর্তভাবে সফল করার জন্য আমরা দেশবাসী, আলেম সমাজ এবং তাওহীদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ