শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি

সেন্ট মার্টিন নিয়ে মহাপরিকল্পনা চূড়ান্ত করছে সরকার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহিত ছবি

সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষনে সরকার একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করছে। এ পরিকল্পনার আওতায় পর্যটন নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয়দের জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, “দ্বীপটির প্রকৃতি পুনরুদ্ধার ও টেকসই ব্যবস্থাপনায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবেশ ক্ষতিকর কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক বছরে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে:

সারা দেশে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে কঠোর অভিযান এবং বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহে যৌথ প্রকল্প।

৮৩০টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা ও সাভার-আশুলিয়াকে দূষিত এলাকা ঘোষণার উদ্যোগ।

শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম ও জাতীয় পরিকল্পনা গ্রহণ।

গাজীপুরে ৯টি দূষণকারী কারখানার সংযোগ বিচ্ছিন্ন এবং সব পলিথিন কারখানা বন্ধ।

পরিবেশ অধিদপ্তরের জন্য ৩৭টি নতুন অফিস ভবন নির্মাণ প্রক্রিয়া।

এছাড়াও, পাহাড় ও বনভূমি সংরক্ষণ, জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় ৩৫১ কোটি টাকার ৪১টি প্রকল্প, এবং বন্যপ্রাণী রক্ষায় ১৫৯টি এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) গঠনসহ বহু কার্যক্রমের উল্লেখ করা হয়।

বেদখল বনভূমি পুনরুদ্ধার, ইউক্যালিপটাস ও আকাশমনি রোপণে নিষেধাজ্ঞা, ও বন্যপ্রাণী অভয়ারণ্য সম্প্রসারণের উদ্যোগ নিয়েও কাজ চলছে বলে জানায় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব পদক্ষেপ দেশের জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়ন লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ