খেলাফত মজলিস বাড্ডা জোনের উদ্যোগে শনিবার (২৪ মে) ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জোন পরিচালক ও মহানগরী শাখার বাইতুলমাল সম্পাদক কে এম আজাদের সভাপতিত্বে ও ভাটারা থানার সেক্রেটারি নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ ফেরদৌস বিন ইসহাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক ডা. মো. আসাদুল্লাহ, মহানগরী উত্তরের সম্মানিত সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম মাজহারী, মাওলানা কারী আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান, সহকারী বাইতুলমাল সম্পাদক গোলাম হামিদ, শ্রম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক হাফেজ মাওলানা আবু সালেহ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা ইব্রাহিম খলিল।
বিশিষ্ট ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ মাওলানা মোকাররম হোসাইন, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা আহলুল্লাহ মাওলানা আবু বকর প্রমুখ।
এনএইচ/