রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিস্ট টিকতে পারবে না: সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড় তৈরি করেছে। তিনি বলেন, “আজকের এই মহাসমাবেশে উপস্থিত ছাত্র-জনতাই সেই অভ্যুত্থানের সহযোদ্ধা। শহীদদের আত্মত্যাগ ও রক্তদান আমরা বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চললে, কোনো বিদেশি চক্রান্ত কিংবা প্রোপাগান্ডা আমাদের রুখতে পারবে না।”

আজ সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। 

মহাসমাবেশে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে সারজিস আলম বলেন, “আমি দেখেছি, প্রতিটি মোড়ে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। এটি প্রমাণ করে, আমরা দলীয় কর্মসূচি করলেও জনগণের দুর্ভোগ যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখি। এটাই হলো জনগণের বাংলাদেশ।”

তিনি বলেন, “২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মাদ্রাসার ভাইয়েরা যখন ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন, তখন আওয়ামী লীগের পেটোয়া বাহিনী তাদের টার্গেট করে হত্যা করে। অনেক ধর্মপ্রাণ ভাই টার্গেট কিলিংয়ের শিকার হন। আগামীর বাংলাদেশে যেন কেউ কাউকে এভাবে হত্যা না করতে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

ভবিষ্যতের নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে সারজিস আলম বলেন, “আমরা দেশের সংস্কার চাই। এজন্য পিআর পদ্ধতির কথা এখনই জোরালোভাবে ভাবতে হবে।” তিনি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অঙ্গীকার করে বলেন, “যদি আপনারা দেশের জন্য ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জাতীয় নাগরিক পার্টিও আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে।”

সারজিস আলম বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের রক্ত ও খুনিদের বিচার— এই তিনটি বিষয় সামনে রেখেই আমরা এগিয়ে যাব। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই দেশে কোনো ফ্যাসিস্ট হাসিনা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ