শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭


গাজীপুরে নির্বাচনী আসনে মাওলানা এহসানুল হকের ব্যাপক গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হক ব্যাপক গণসংযোগ করেছেন। বুধবার তিনি স্থানীয় জনপদ, হাটবাজার ও বিভিন্ন মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে দলের আদর্শ ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।

গণসংযোগকালে মাওলানা এহসানুল হক বলেন, “জনগণের সেবা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে চাই। খেলাফতের আদর্শে দেশ গঠনই আমাদের অঙ্গীকার।” এ সময় তিনি আগামী নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগ কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। গোসিংগা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে তার এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ