শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

নিউইয়র্কে হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতিই দায়ী : নাহিদ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউইয়র্কে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি দায়ী বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি বলেন, “ক্রমাগত হামলা চলছে, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ঘটনার সঙ্গে প্রশাসনের কিছু লোক জড়িত এবং তারা তথ্য পাচার করছে।”

নাহিদ ইসলাম নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করে বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতাকে আমরা মানি না। যারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কনস্যুলেট জেনারেলকে পদত্যাগ করতে হবে।”

এ সময় তিনি হামলায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হলেও তাদের নামের তালিকা প্রকাশের দাবি জানান।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাককে ঘিরে কিছু আওয়ামী লীগ ও যুবলীগ কর্মী স্লোগান দিতে থাকেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পরে পুলিশের সহযোগিতায় তারা নিরাপদে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ