শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

অবিশ্বাস নয়, আস্থা গড়েই ফেব্রুয়ারিতে ভোট: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিশ্বাস নয়, আস্থা গড়েই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টাও এ বিষয়ে ইতিবাচক অবস্থানে আছেন। তবে একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে, যা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বাংলা পত্রিকা ঠিকানা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে আলাপচারিতায় ফখরুল স্পষ্টভাবে বলেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতেই হবে। তবে জনগণের মধ্যে যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে, তা দূর করে আস্থা গড়ে তোলার কাজ এখনই শুরু করতে হবে।

আওয়ামী লীগের রাজনীতি ও শাসনব্যবস্থাকে বিভাজনমূলক আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গত ১৫ বছরে ক্ষমতাসীনদের কর্মকাণ্ডে রাজনীতিতে চরম বিভাজন তৈরি হয়েছে। তিনি বলেন, ‘এ বিভাজনের প্রভাব এখন শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, গণমাধ্যম এমনকি সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়েছে। ফলে অবিশ্বাসই এখন সমাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’

ফখরুলের মতে, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো অবিশ্বাস দূর করে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা। তিনি বলেন, ‘আস্থা ফিরিয়ে আনতে না পারলে শুধু নির্বাচন নয়, দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। তাই জাতীয় ঐক্যের ভিত্তিতেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ