সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :

ইতালিতে বন্যা ও ঝড়ো হাওয়ায় ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালিতে বন্যা ও ঝড়ো হাওয়ায় ১১ জনের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টিপাতে উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকার পাশাপাশি তলিয়ে গেছে পর্যটন নগরী ভেনিস।

দেশটির পশ্চিম ও উত্তরাঞ্চলে সোমবার প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঝড় বয়ে যায়।

নিরাপত্তার কারণে গত রবিবার রাজধানী রোমসহ দেশটির বেশিরভাগ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান এবং পর্যটক এলাকাগুলো বন্ধ ঘোষণা করা হয়।

ভেনিসে পানির উচ্চতা বেড়ে বেশিরভাগ রাস্তা-ঘাট এবং চলাচলের পথ ডুবে যায়। কর্মকর্তারা জানান, নগরীর ৭৫ শতাংশ পানিতে তলিয়ে গেছে।

ভেনিস ছাড়াও উত্তরের অনেক অঞ্চলে ঝড়ো বাতাসে গাছ উপড়ে গেছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিম উপকূলে।

ভেনিসের কেন্দ্রস্থলের সান মার্কো স্কয়ার পানিতে ডুবে যাওয়ায় সোমবার বিকালে তা বন্ধ ঘোষণা করা হয়।

ইতালিজুড়ে ঝড়ে সোমবার ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়া গতকাল মঙ্গলবার আরও পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ।

বন্ধ করে দেয়া হলো ভেনিস জামে মসজিদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ