আওয়ার ইসলাম: জার্মান সীমান্তবর্তী শহর স্ট্রাসবুর্গে এক বন্দুকধারীর গুলিতে ঘটনাস্থলে কমপক্ষে চারজন নিহতে এবং ১১ জন গুলিবিদ্ধ হয়েছে।
গত মঙ্গলবার শহরের একটি ক্রিসমাস মার্কেটের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই বন্দুকধারী ২৯ বছর বয়সী এক ফরাসি নাগরিক। তবে কেন হামলা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
ফান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসটোফে ক্যাসটেনার বলেন, হামলাকারী একজন তালিকাভূক্ত সন্ত্রাসী। আগেও তার বিরুদ্ধে অপকর্মের রেকর্ড রয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে।
চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে সাত জনের অবস্থাই আশংকাজনক।
এএ