আওয়ার ইসলাম: আলোচ্যসূচি জানার পরই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়টি বিবেচনা করবে ঐক্যফ্রন্ট-।
সিলেট শাহজালাল রহ. এর মাজার জিয়ারত শেষে এমনটা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় আবারো একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবি জানান তিনি।
নির্বাচনের ১৪ দিন পর আজ সোমবার সিলেট সফর করছেন জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা। নির্বাচনের দিন নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেলের পরিবারের সদস্যদের সাথে দেখা করার উদ্দেশ্যে এই সফর।
বিএনপি মহাসচিবসহ সফরে আরো আছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রবসহ আরো কয়েকজন নেতা।
মাজার জিয়ারত শেষে তারা সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুর গ্রামে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুহেলের বাড়িতে যাবেন।
-এটি