আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের ভোটের দিন নিহত ফ্রন্ট কর্মীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আজ সোমাবার সিলেট যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
জানা যায়, সোমবার বেলা পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নেতারা সিলেট পৌঁছবেন।
সিলেট সফরে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মোহসীন মন্টুসহ জাতীয় নেতারা থাকবেন।
সিলেট পৌঁছে নেতারা হজরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জেয়ারত করবেন। পরে ভোটের দিন সহিংসতায় নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের কবর জেয়ারত করে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
উল্লেখ্য, উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফজলু মিয়ার ছেলে ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেলকে গুলি করে হত্যা করা হয়।
আইএ