আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্দেশ দিয়ে বলেছেন, সড়ক-মহাসড়ক নির্মাণ কাজের গুণগত মান সুরক্ষায় গুরুত্ব দিয়ে আসন্ন বর্ষা মৌসুমের আগেই সড়ক বিভাগের প্রকৌশলীদের মেরামত এবং সংস্কারের কাজ শেষ করতে হবে।
আজ সোমবার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর প্রধান, চলমান প্রকল্পগুলোর প্রধান এবং সওজ’র জোন প্রধানদের সভায় এ নির্দেশনা দেন।
দখলদারদের কাছ থেকে মূলসড়ক উদ্ধারের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, দেশের সড়ক-মহাসড়কের উপর স্থাপিত কাঁচাবাজার ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করে মূলসড়ক উদ্ধারের কাজ শুরু হয়েছে। এ কাজ সফলভাবে শেষ করতে হবে। পরবর্তী পর্যায়ে সড়কের পাশের অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেওয়া হবে।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিএ’র চেয়ারম্যান মুহাম্মদ মশিয়ার রহমান, বিআরটিসির চেয়াম্যান ফরিদ আহমদ ভুইয়াসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
-এটি