আওয়ার ইসলাম: ভারতীয় ঋণের টাকায় কেনা হবে ৬০০ বাস। পর্যায়ক্রমে আমদানি করা হবে বাসগুলো। সেগুলোর মধ্যে ৩০০টি বাস চলবে ঢাকায়। বাকিগুলো আন্তঃজেলা রুটে চলবে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ঢাকার রাস্তায় নতুন গণপরিবহন নামানোর আশা বিআরটিসির।বর্তমানে ৯২০টি সচল বাস রয়েছে বিআরটিসির। ৬০০বাস এলে বিআরটিসির বাসের সংখ্যা দাঁড়াবে ১৫২০টিতে।
ইতিমধ্যে প্রথম দফায় ২৯টি বাস এসে পৌঁছেছে বেনাপোল স্থলবন্দরে।
বিআরটিসি সূত্র জানায়, ভারতীয় ঋণের টাকায় কেনা হচ্ছে এসব গাড়ি। এই প্রকল্পের আওতায় আনা হবে ৩০০ দোতলা, ১০০ একতলা সাধারণ এবং ২০০ এসি বাস। দোতলা বাসগুলো ঢাকায় এবং একতলা বাস ঢাকাসহ বাইরের আন্তঃজেলা রুটে চলবে।
বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া জানান, এপ্রিলের মধ্যে সবগুলো বাস আসবে। নতুন গণপরিবহনগুলো আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হবে। নতুন বাসগুলোতে টেলিভিশন, সিসি ক্যামেরা, ওয়াফাই সুবিধাসহ আরামদায়ক আসন ও প্রশস্ত জানালা থাকবে।
এএ