রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


২৩ জানুয়ারি ভারতে যাচ্ছেন সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আগামী ২৩ জানুয়ারি ভারতে সফরে যাচ্ছেন।

জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে অংশ নিতে তিনি ভারত সফর করবেন বলে জানা গেছে।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সিইসি নূরুল হুদা ভারতের ‘জাতীয় ভোটার’ দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। ২৪ ও ২৫ জানুয়ারির অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ২৩ জানুয়ারি রওনা দিয়ে ফিরবেন ২৮ জানুয়ারি।

চিঠিতে আরও বলা হয়, সিইসির ভারত সফর প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। এই সফরে হোটেলে থাকা, খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বহন করবে ভারতের নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন সিইসির বিমান ভাড়া ও অন্যান্য ব্যয়ভার বহন করবে।

নূরুল হুদার সফরসঙ্গী হবেন তার স্ত্রী হোসনে আরা হুদা। স্ত্রীর সব ব্যয়ভার সিইসি বহন করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ