আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর নির্বাচনের ফল বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির রিপাবলিকানদের আধিপত্য কমতে শুরু করেছে দেশটিতে।
জানা যায়, দক্ষিণ-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্য কেন্টাকি ও ভার্জিনিয়ার স্থানীয় সরকার নির্বাচনের পর সে ধারণা আরও জোরদার হয়েছে বলে প্রচারণা চালাচ্ছে ডেমোক্র্যাটরা।
গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সরকার নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর চেয়ে বিপুল সংখ্যক ভোটে এগিয়ে কেন্টাকির গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা অ্যাটর্নি জেনারেল অ্যান্ডি বেশার।
একই দিনে ফল প্রকাশ পেয়েছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও। সেখানেও ডেমোক্র্যাটদের পালে জয়ের বাতাস লাগে।
এদিকে কেন্টাকি নির্বাচনে কারচুপি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ না তুললেও ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাসীন রিপাবলিকান গভর্নর ম্যাট বেভিন।
তবে এসব কানে না তুলে ৪১ বছর বয়সী বিজয়ী অ্যান্ডি শিগগিরই গভর্নরের পদে বসতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। তার বাবাও এ রাজ্যের সাবেক গভর্নর।
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর শেষ হবে তার মেয়াদ। এরইমধ্যে নানা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতির কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ফলে আগামী বছরের নতুন নির্বাচনের আগে বিভিন্ন অঙ্গরাজ্যের এইসব নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছেন অনেকেই।
-এটি