সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


তুরস্কের শায়খ মুনির তূরানকে সম্মানসূচক আবা পরালেন মাওলানা মুসলেহুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর পরিদর্শন করেছেন তুরস্কের বিশিষ্ট দাঈ শায়খ মুনির তূরান। এ সময় তাকে সম্মানসূচক আবা পরিয়ে দেন জামিয়া গহরপুরের মুহতামিম হাফেজ মাওলানা মুসলেহুদ্দীন আহমদ গহরপুরী।

গতকাল বুধার (৩ জানুয়ারি) এক সংক্ষিপ্ত সফরে গহরপুর জামিয়ায় আগমন করেন তিনি। ওইদিন রাতে জামিয়া গহরপুরে অবস্থান করেন ও বাদ ফজর জামিয়ার ছাত্রদের উদ্দেশ্যে নসীহতমূলক বয়ান পেশ করেন।

তিনি বলেন, তালিবুল ইলমের প্রধান কাজ ইলম অন্বেষণ। বর্তমানে একটি ছোট্ট পকেট যন্ত্র মোবাইল বের হয়ে তালিবুল ইলম তার প্রধান কাজ থেকে ফিরে আসছে। মোবাইলের পেছনে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দিচ্ছে। এটা তার কাজ নয়। সুতরাং মোবাইলের পেছনে পড়ে নিজের আসল মাকসাদ ইলম অর্জন থেকে দূরে সরে থাকা কোনো বুদ্ধিমান তালিবুল ইলমের কাজ হতে পারে না। বয়ান শেষে জামিয়া পরিদর্শন করেন ও ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন।

No description available.

এসময় জামিয়া গহরপুরের মুহতামিম হাফেজ মাওলানা মুসলেহুদ্দীন আহমদ গহরপুরী তুরস্কের এ দাঈকে সম্মানসূচক আবা পরিয়ে দেন। আব পরিধানের পর শায়খ মুনির তূরানকে বেশ খুশি প্রকাশ করতে দেখা যায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর