বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের আনুষ্ঠানিক চিঠি পেল তেল আবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পাঠানো চিঠি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ইসরায়েল। গত বুধবার দেশটির সরকার এই চিঠি গ্রহণ করে বলে ইসরালের টিভি চ্যানেল ১৩ এর খবরে বলা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, চিঠিটি এসে পৌঁছেছে। ইতোমধ্যে প্রতিক্রিয়া জানাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বৈঠক করেছে। খবরে আরও বলা হয়, চিঠির জবাব দিতে ইসরাইলকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে।

দেড় পৃষ্ঠার ওই চিঠিতে তিনটি ঘটনা তদন্তের বিষয় উল্লেখ করেছে আইসিসি। এর মধ্যে জোর করে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ, ২০১৪ সালে হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং ২০১৮ সাল থেকে ফিলিস্তিনিদের ঘরে ফেরার আন্দোলন শুরু হওয়ার পর থেকে তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে কয়েকশ’ সাধারণ মানুষকে হত্যা করার ঘটনা তদন্ত করার কথা রয়েছে।

আইসিসি প্রত্যাশা করছে, ইসরায়েল তার আগের অবস্থান থেকে ফিরে আসবে এবং এসব যুদ্ধাপরাধ তদন্তে আইসিসিকে সহায়তা করবে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটররা শুক্রবার বলেন, তারা যুদ্ধাপরাধের তদন্তের সূচনা করার বিষয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের চিঠি পাঠিয়েছেন।

চলতি মাসের শুরুতে আইসিসির প্রসিকিউটর ফাতু বেনসুদা ঘোষণা করেছিলেন যে, তিনি ফিলিস্তিনি অঞ্চলে হওয়া যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক তদন্ত করবেন। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। তবে এই পদক্ষেপের নিন্দা জানায় ইসরায়েল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ