আওয়ার ইসলাম: কঙ্গো প্রজাতন্ত্রের প্রধান বিরোধী নেতা গাই-ব্রাইস পারফেইট কোলেলাস নির্বাচনের একদিন পরেই মারা গেছেন।
আজ সোমবার (২২ মার্চ) এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
৬১ বছর বয়সী কোলেলাস ২১ মার্চ রবিবারের নির্বাচনে প্রধান বিরোধী নেতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাবেক মন্ত্রী কোলেলাস করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফ্রান্সে নেয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান।
এদিকে শনিবার তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর কোলেলাস দেশটির রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার প্রেসিডেন্ট পদপ্রার্থী গাই ব্রাইস পারফাইট কোলেলাস এক ভিডিও বার্তায় বলেন, 'আমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছি। মৃত্যুর সঙ্গে লড়ছি। সমর্থকদের অনুরোধ করছি, শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে থাকুন এবং ক্ষমতার পালা পরিবর্তন করুন।'
এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডেনিস সাসৌ এনগুয়েসোর নিকটতম প্রতিদ্বন্দ্বী গাই-ব্রাইস পারফেইট কোলেলাস পেয়েছিলেন ১৫ শতাংশ ভোট।
-এটি