রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, নিহত ১৭ জমিয়তের নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বর্ণাঢ্য জীবন হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন

‘জনগণের মৌলিক প্রয়োজনগুলোর ব্যবস্থা না করে লকডাউনের সিদ্ধান্ত অমানবিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দীন ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতা পদক্ষেপ হিসেবে লকডাউন যতটা না জরুরি তারচেয়ে বেশি জরুরি জনগণের মৌলিক অধিকার ও বেঁচে থাকার উপকরণ সুনিশ্চিত করা। জনগণের মৌলিক প্রয়োজনগুলোর ব্যবস্থা না করে লকডাউনের সিদ্ধান্ত অমানবিক।

আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা আরো বলেন, গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ, লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।

নেতৃদ্বয় বলেন, লকডাউন সাধারণ জনতার ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবন যাত্রার মানকে ব্যাহত করছে। লকডাউনের কারণে ব্যবসায়িক ধসে পথে নামার উপক্রম ব্যবসায়ীরা। খেয়ে - না- খেয়ে মানবেতর জীবন যাপন করছে শ্রমিক ও দিনমজুর শ্রেণির লোকেরা। হতাশা ও নানান ভোগান্তির শিকার হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবী মানুষ।

জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি শায়খ যিয়া উদ্দীন ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বিবৃতিতে আরো বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারী ছাড়া লকডাউনের কারণে দেশের সর্বস্তরের মানুষ করোনায় আক্রান্ত হওয়ার চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পেটের ক্ষুধার স্বাভাবিক চাহিদা মিটানোর ব্যর্থতাজনিত মানসিক যন্ত্রণায়। সরকারের উচিত, জনস্বাস্থ্যের নিরাপত্তা ও জনতার মৌলিক প্রয়োজনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এর ব্যত্যয় ঘটলে লকডাউন প্রহসনের লকডাউনে পরিণত হবে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ