আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল-কাঁচপুর হয়ে চিটাগাং রোড পর্যন্ত ৫০টি বাস দিয়ে চালু হচ্ছে নতুন নিয়মের বাস রুট। আগামী ২৬ ডিসেম্বর চালু হবে ‘ঢাকা নগর পরিবহন’ নামের এ রুট।
আজ রবিবার বিকেলে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি জানান, প্রায় ২১ কিলোমিটারের এই রুটে বাসভাড়া হবে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা। মোট ১০০টি বাস দিয়ে পরিচালিত হবে এই কার্যক্রম। তবে প্রাথমিকভাবে উদ্বোধনী দিনে ৫০টি বাস দিয়ে কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ৬০ কর্মদিবসের মধ্যে বাকি বাসগুলোও যুক্ত হবে।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনটি