মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


৪৮ ঘণ্টায় ৪০টি ফিলিস্তিনি বাড়িতে ইসরায়েলি সেনাদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তারা শনিবার ঘোষণা করেছে, ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা গত ৪৮ ঘণ্টায় উত্তর পশ্চিম তীরে ৪০টি ফিলিস্তিনি বাড়িতে অভিযান চালিয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে সম্প্রতি একজন অবৈধ ইহুদি বসতিস্থাপনকারী গুলিতে নিহত এবং দুই জন আহত হওয়ার পর ওই এলাকায় ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল।

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত গতকাল রোববার সকালে জানিয়েছে, গতকাল রাতভর পশ্চিম তীরের জেনিন শহরের কাছে সিলাত আল-হারিসিয়া গ্রামে অভিযান চালানো হয় এবং অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটক সমস্ত ফিলিস্তিনিকে জিজ্ঞাসাবাদের জন্য শিন বেতের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রন কোচাভ সাংবাদিকদের জানিয়েছেন, মনে করা হচ্ছে আটক ফিলিস্তিনিদের মধ্যে দুইজন রয়েছেন যারা ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর গুলিবর্ষণ করেছেন। আটক অন্যরা সবাই সন্দেহভাজন সহযোগী অথবা কোনো না কোনোভাবে এই গ্রুপের সঙ্গে জড়িত।

গত বৃহস্পতিবার ফিলিস্তিনিদের গুলিতে ইহুদিবাদী ইসরায়েলের একজন অবৈধ বসতি স্থাপনকারী নিহত এবং দুইজন আহত হয়।

এ ঘটনার পর ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন হামাস বলেছে, এ হামলার প্রমাণ করছে যে, ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছেন।

ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা মাঝেমধ্যেই ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে আসছে। এতে ফিলিস্তিনি জনগণ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ