আওয়ার ইসলাম ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহীনের দুই ছেলে নিহত হয়েছে।
এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু।
নিহতরা হলো তুহীনের ছেলে আদিব মাহমুদ (১৫) ও জারির ফারহান (১৩)।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহীনের ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তার দুই কিশোর ছেলে মারা গেছে এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন।
-এটি