সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


নারায়ণগঞ্জে বিদেশী অস্ত্র-মাদকসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশী অস্ত্র ও মাদকসহ সামছুল হুদা ওরফে সেলিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আষাঢ়িয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সামছুল হুদা সেলিম ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র ও মাদক আইনে চারটি মামলা রয়েছে। মাদক ব্যবসার কারণে এলাকায় সে বাবা সেলিম নামে পরিচিত।

সোনারগাঁ থানার অফিসার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, অবৈধ অস্ত্র ও মাদকের খবর পেয়ে পুলিশ আষাঢ়িয়ার চর এলাকায় অভিযান চালায়। এসময় একটি বিদেশী পিস্তল ও ১০০ পিস ইয়াবাসহ সন্ত্রাসী সেলিমকে হাতেনাতে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধ স্বীকার করে।

এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছে বলেও জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ