সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


তামাশার সার্চ কমিটির ফরমায়েশি নির্বাচন কমিশন জাতি প্রত্যাখ্যান করবে: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক সাধারণ সভা আজ পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন দেশের নির্বাচনী ব্যবস্থা আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে নির্বাচন ব্যবস্থার উপর জাতি আজ হতাশ। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তাড়াহুড়োর মাধ্যমে আইন করে কথিত বর্তমান সার্চ কমিটি তামাশার নামান্তর, এই সার্চ কমিটি কর্তৃক ফরমায়েশি নির্বাচন কমিশন গঠন করা হলে জাতি তা কোনোভাবেই বরদাশত করবে না। দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের এদেশে কোনো নজির নেই।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে গ্রহণযোগ্য নির্বাচনের জোর দাবি জানান।

এছাড়াও নেতৃবৃন্দ দেশের কারাবন্দি আলেমদের মুক্তির ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান। আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে সরকারকে সতর্ক করেন।

এতে উপস্থিত ছিলেন নায়েবে আমির মুফতি মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব ডা. মাওলানা ইলিয়াস খান, সহকারি মহাসচিব হাফেজ মাওলানা আজিজুল হক, সহকারী মহাসচিব মুফতী শরীফুল্লাহ, কেন্দ্রীয় সংগঠন সচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারি সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী।

সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবির, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব মৌলানা আব্দুল্লাহ আল মাসুদ খান, দফতর সচিব মুফতি দিনে আলম হারুনী,যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, আইন বিষয়ক সচিব এডভোকেট যুবাইর ফরীদ, সহকারী দফতর সচিব কারী জহিরুল ইসলাম, শ্রমিক সমাজের আহ্বায়ক মুফতী ওয়াহিদুজ্জামান ফরিদী।

কেন্দ্রীয় সদস্য মাওলানা ওমর ফারুক, মাওলানা আশরাফ আলী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী, ছাত্রসমাজের কেন্দ্রীয় মহাসচিব এহতেশামুল হক সাখী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর