সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


জমিয়তের খিলগাঁও জোনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খিলগাঁও জোনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

খিলগাঁও জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া মাদরাসা মিলনায়তনে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে শুরু হয়ে এ সম্মেলন চলে দুপুর ২ টা পর্যন্ত।

মুফতি নুরুল আলম ইসহাকীর পরিচালনায় এবং মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

উক্ত কর্মী সম্মেলনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আমরা জমিয়ত করি আকাবির ও আসলাফের নকশ কদমের অনুসরণের জন্য। জমিয়তের রয়েছে সোনালী ইতিহাস ও গৌরবময় অধ্যায়। আমরা যদি বিষয়গুলোকে বুকে লালন করে কাজ করে যেতে পারি তাহলে ‘খিলাফাত আলা মিনহাজিন নবুওয়াহ’ কায়েম করা সম্ভব।

তার বক্তব্যে তিনি জমিয়তের মরহুম সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী রাহিমাহুল্লাহর কথা উল্লেখ করে বলেন, তিনি জমিয়তকে লালন করতেন হৃদয়ের গভীরে। তার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ জমিয়ত আজ সৌদি আরব, ইউকে, ইউএসএ সহ বিভিন্ন দেশে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। হযরতকে আল্লাহ তার এই কাজের জন্য উত্তম বদলা দান করুন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জমিয়তে ওলামা ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস, মহানগর জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মুফতি বশিরুল হাসান খাদিমানী, রামপুরা থানা জমিয়তের সভাপতি হেদায়েতুল ইসলাম  এবং থানা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

-কেএল


সম্পর্কিত খবর