আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ভোট বর্জন নিয়ে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদাহরণ টেনেছেন। নতুন সিইসির ভাষ্য, ভোটের মাঠ ছাড়া যাবে না। মাঠে থাকতে হবে।
সোমবার দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপির ভোট বর্জন সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে নতুন সিইসি ইউক্রেন-রাশিয়ার আগ্রাসন আর যুদ্ধের চলমান ঘটনাপ্রবাহ টেনে আনেন।
সিইসি বলেন, ‘মাঠ ছেড়ে চলে গেলে হবে না। মাঠে থাকবেন। কষ্ট হবে। জেলেনস্কি হয়ত দৌড়ে পালিয়ে যেতে পারতেন। তিনি পালাননি। তিনি (জেলেনস্কির) বলেছেন- রাশিয়ার সঙ্গে যুদ্ধ করব। তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরোধ যুদ্ধ করে যাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। যেখানেই প্রতিদ্বন্দ্বিতা হয়, কিছুটা ধস্তাধস্তি হয়।’
নির্দলীয় সরকারের অধীনে না হলে আগামীতে কোনো নির্বাচনে যাবে না তারা। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুল আউয়ালের উত্তর, ‘বিএনপি যদি এমন ঘোষণা দিয়েও থাকে, আমরা কি তাদের চা খাওয়ার আমন্ত্রণ জানাব না? কোনো কথাই শেষ কথাই নয়।আমরা তো তাদের চা খেতে আমন্ত্রণ জানাতেও পারি।’
বিএনপির নির্বাচনকালীন সরকারের দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন সরকার করে না। নির্বাচনের সময় একটা সরকার থাকে। কোনো না কোনো সরকার থাকবেই। ওয়ান-ইলেভেনের সময় ছিল, নির্দলীয় সরকার ছিল। এখন যে সাংবিধানিক ব্যবস্থা আছে, সেটা মেনেই আমরা চেষ্টা করব, ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা বড় চ্যালেঞ্জ।’
আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার কথা জানিয়ে নতুন সিইসি বলেন, আজ আমরা যে বৈঠক করেছি- তা ছিল মূলত নিজেদের মধ্যে পরিচিত হওয়া। কমিশনের কর্মপরিধি নিয়েও আলোচনা হয়েছে। কমিশনের কাজের বিষয়ে ইসি সচিব আমাদের বিস্তারিত জানিয়েছেন। বৈঠকে আমাদের সহকর্মীরা বক্তব্য রেখেছেন। আমরা সবাই বলেছি, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দ্বায়িত্ব পালন করব। এখনো মূল্যায়নের সময় আসেনি। সময় এলে আপনারাই মূল্যায়ন করবেন কতটুকু দায়িত্বহীন ছিলাম এবং কতটুকু দায়িত্বতার সঙ্গে কাজ করেছি।
এনটি