সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

মানিকছড়িতে কাসেমুল উলূম মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাসেমুল উলূম মাদরাসায় হেফজ সমাপনী হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ মার্চ) বাদ মাগরিব মাদরাসা মিলনায়তনে এ দস্তারবন্দী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালক মাওলানা মুহা. আবুল বাশারের সভাপতিত্বে ও মুফতি মুহা. আনোয়ার হোসেনের পরিচালনায় দস্তারবন্দী ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন নানুপুর জামিয়া ওবায়দিয়ার মুহাদ্দিস মুফতি কুতুব উদ্দীন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে এই সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুর রহিম, উপজেলা যুবলীগ সভাপতি মুহা.সামায়উন ফরাজী সামু, তিনটহরী মহিলা মাদরাসার সাবেক পরিচালক মাওলানা দিদারুল আলম, মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফেজিয়া কওমি মাদরাসার পরিচালক মাওনালা হাফেজ ফজলুল হক, শিক্ষক মাওলানা নূর মুহাম্মদ, মহিসুন্নাহ হাফেজিয়া এবতেদায়ী মাদরাসার পরিচালক মাওলানা ফরিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহা.এমদাদুল হক, তিনটহরী বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম,ইউপি সদস্য মো.হানিফসহ ছাত্রদের অভিভাবক ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুফতি কুতুব উদ্দিন তার আলোচনায় বলেন, মহাগ্রন্থ আল-কুরআন আল্লাহতালার ঐশী বাণী। যারা কুরআনের হাফেজ হয়েছেন তারা মহান আল্লাহর নিকট সর্বোত্তম এবং সম্মানিত ব্যক্তি। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের পিতা-মাতারা অত্যন্ত সৌভাগ্যবান।

তিনি সকলকে আল্লাহর অনুগ্রহ পেতে পবিত্র কুরআনের আদেশ নিষেধ মেনে চলার আহ্বান জানান।

আলোচনা শেষে মাদরাসায় হেফজ সমাপনী ৬জন হাফেজকে পাগড়ী প্রদান করেন প্রধান আলোচকসহ অতিথিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ