বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো সিএনজি অটোরিকশা ধর্মঘট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকরা।

সোমবার (২২ জুলাই) সকাল থেকে জেলার প্রধান প্রধান সড়ক ও মহাসড়কে সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং রোগীদের গন্তব্যে পৌঁছাতে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।

দুর্ভোগ আরও বাড়ে যখন বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়কের দু’পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন।

প্রায় ৩ ঘণ্টা পর পুলিশের সঙ্গে আলোচনার ভিত্তিতে শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে ধর্মঘটকারীরা জানিয়েছে, তাদের তিন দফা দাবি—(১) জব্দ করা সব সিএনজি অটোরিকশা ফেরত দেওয়া, (২) পারমিট অনুযায়ী জেলায় সর্বত্র অটোরিকশা চলাচলের নিশ্চয়তা, এবং (৩) ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া বলেন, "আমাদের দাবি আদায়ে আন্দোলন চলবে। প্রশাসনের আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে, তবে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, “ধর্মঘটকারীদের দাবি নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ